dhaka_stock_exchange_limited

আজ অনুষ্ঠিত হবে ১০ কোম্পানির এজিম

আজ অনুষ্ঠিত হবে ১০ কোম্পানির এজিম

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। লঙ্কাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-

উসমানিয়া গ্লাস

কোম্পানির এজিএম আগামী ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এজিএমে অনুমোদন করা হবে। আলোচ্য অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ কোনো ডিভিডেন্ডের প্রস্তাব করেনি।

আনলিমা ইয়ার্ন

কোম্পানির এজিএম বেলা সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এজিএমে অনুমোদন করা হবে। আলোচ্য অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ কোনো ডিভিডেন্ডের প্রস্তাব করেনি।

সোনালী পেপার

কোম্পানির এজিএম বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এজিএমে অনুমোদন করা হবে। আলোচ্য অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের প্রস্তাব করেছে।

বসুন্ধরা পেপার

কোম্পানির এজিএম বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এজিএমে অনুমোদন করা হবে। আলোচ্য অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের প্রস্তাব করেছে।

মবিল যমুনা

কোম্পানির এজিএম বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এজিএমে অনুমোদন করা হবে। আলোচ্য অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের প্রস্তাব করেছে।

বেঙ্গল উইন্ডশোর

কোম্পানির এজিএম বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এজিএমে অনুমোদন করা হবে। আলোচ্য অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের প্রস্তাব করেছে।

মেট্রো স্পিনিং

কোম্পানির এজিএম বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এজিএমে অনুমোদন করা হবে। আলোচ্য অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ কোনো ডিভিডেন্ডের প্রস্তাব করেনি।

স্টাইলক্রাফট

কোম্পানির এজিএম দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এজিএমে অনুমোদন করা হবে। আলোচ্য অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের প্রস্তাব করেছে।

ক্রাউন সিমেন্ট

কোম্পানির এজিএম বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এজিএমে অনুমোদন করা হবে। আলোচ্য অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের প্রস্তাব করেছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন

কোম্পানির এজিএম সন্ধ্যা ৬টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এজিএমে অনুমোদন করা হবে। আলোচ্য অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের প্রস্তাব করেছে।

সূত্রঃ শেয়ারনিউজ

Garments1

চীনকে পেছনে ফেলে পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

চীনকে পেছনে ফেলে পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : পোশাক রপ্তানির শীর্ষ দেশ চীনকে পেছনে ফেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে নিট পোশাক রপ্তানিতে শীর্ষ স্থান দখল করেছে বাংলাদেশ।

সোমবার (১৮ ডিসেম্বর) বিজিএমইএ এই তথ্য দিয়ে জানিয়েছে, চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) বাংলাদেশের রপ্তানিকারকেরা ৯ বিলিয়ন মার্কিন ডলারের নিট পোশাক রপ্তানি করেছে। আর চীন রপ্তানি করেছে ৮.৯৬ বিলিয়ন মার্কিন ডলার।

চলতি বছরের প্রথম ৯ মাসে ইইউতে চীনের সামগ্রিক তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল পোশাকের মূল্যের দিক থেকে ১৮.৫৫ বিলিয়ন ডলারের বেশি।

অন্যদিকে বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানি ছিল ১৪.৮২ বিলিয়ন ডলার। বাংলাদেশের তুলনায় চীন প্রায় ৪ বিলিয়ন ডলারের পোশাক বেশি রপ্তানি করেছে।

এতে দেখা যায়, নিট রপ্তানিতে বাংলাদেশ চীনকে টপকে ইইউতে শীর্ষ স্থান দখল করলেও সামগ্রিক পোশাক রপ্তানিতে চীন এখনো শীর্ষ স্থান দখলে রেখেছে।

বাংলাদেশের শীর্ষ স্থান অর্জনে বিজিএমইএর সদস্যদের কাছে লেখা চিঠিতে সংস্থাটির সভাপতি ফারুক হাসান বলেন, ‘আমরা ঘটনাবহুল ২০২৩ সালের প্রায় শেষের দিকে চলে এসেছি। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার পরও তৈরি পোশাকশিল্প সক্ষমতা প্রদর্শন করে আসছে।’

বিজিএমইএর সভাপতি বলেন, ‘ইইউতে নিট পোশাক রপ্তানিতে বাংলাদেশ ভালো করার অন্যতম কারণ হচ্ছে উচ্চমূল্যের পোশাক তৈরিতে বিনিয়োগকারীদের সাম্প্রতিক বিনিয়োগ।’

বাংলাদেশ তৈরি পোশাকের পরিমাণের দিক থেকেও চীনকে পেছনে ফেলেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে বাংলাদেশ থেকে ৫৭১ মিলিয়ন কেজি নিট রপ্তানি হয়েছে। অন্যদিকে চীন থেকে এই সময়ে রপ্তানি হয়েছে ৪৪২ মিলিয়ন কেজি।

জানা গেছে, গত বছরেও বাংলাদেশ নিট পোশাকের পরিমাণের দিক থেকে চীনকে ছাড়িয়ে যায়। ২০২২ সালে ইইউতে পরিমাণের দিক থেকে মোট পোশাকের রপ্তানি ছিল ১.৩৩ বিলিয়ন কেজি।

অন্যদিকে চীন রপ্তানি করেছে ১.৩১ বিলিয়ন কেজি পোশাক। পরিমাণের দিক দিয়ে বেশি পোশাক রপ্তানি করার পরও মূল্যের দিক থেকে বাংলাদেশ চীনের চেয়ে ৭.৩ বিলিয়ন ডলার কম রপ্তানি আয় করতে পেরেছে।

সূত্রঃ শেয়ারনিউজ

libra

Libra Infusions allowed to pay 50% stock dividend

For FY21, the company also recommended a 30% cash dividend that only its general shareholders can avail

The Bangladesh Securities and Exchange Commission (BSEC) has allowed Libra Infusions Limited to issue a 50% stock dividend for the fiscal year that ended on 30 June 2021. 

The record date for entitlement of the stock dividend has been fixed on 26 December, the company stated in a stock exchange filing on Monday.

For FY21, the company also recommended a 30% cash dividend that only its general shareholders can avail.

In FY21, the company’s earnings per share stood at Tk0.15 and net asset value per share at Tk1,261.

Its shares last closed at Tk1,592.7 each on the Dhaka Stock Exchange on Monday.

As of 30 November 2023, sponsors and directors jointly held 34.43%, institutions 13.68%, and public investors 51.89% shares in the company.

Source: The Business Standard

share-up5

চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে ৩৯ কোম্পানির এজিএম

চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে ৩৯ কোম্পানির এজিএম

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৯ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-

অগ্নি সিস্টেমস: কোম্পানিটির এজিএম আগামী ১৯ ডিসেম্বর দুপুর সাড়ে ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৪.৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

আনলিমা ইয়ার্ন ডাইং: কোম্পানিটির এজিএম আগামী ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেবে না।

বসুন্ধরা পেপার: কোম্পানিটির এজিএম আগামী ২০ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

বিডিকম অনলাইন: কোম্পানিটির এজিএম আগামী ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

ক্রাউন সিমেন্ট: কোম্পানিটির এজিএম আগামী ২০ ডিসেম্বর বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

বাংলাদেশ সার্ভিসেস: কোম্পানিটির এজিএম আগামী ১৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেবে না।

বেঙ্গল বিস্কুট: কোম্পানিটির এজিএম আগামী ২০ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

দুলামিয়া কটন স্পিনিং: কোম্পানিটির এজিএম আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেবে না।

ফার ক্যামিক্যাল: কোম্পানিটির এজিএম আগামী ২১ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কোনোডিভিডেন্ড দেবে না।

ফু-ওয়াং ফুড: কোম্পানিটির এজিএম আগামী ১৯ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ০.৫০ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড দিয়েছিল। যা চূড়ান্ত ডিভিডেন্ড হিসেবে বিবেচিত হবে।

জেমিনী সী ফুড: কোম্পানিটির এজিএম আগামী ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ও ১০০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দেবে।

গ্লোবাল হেভি কেমিক্যালস: কোম্পানিটির এজিএম আগামী ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেবে না।

ইনফর্মেশন সার্ভিসেস: কোম্পানিটির এজিএম আগামী ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে ।

আইটি কনসালটেন্টস: কোম্পানিটির এজিএম আগামী ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল: কোম্পানিটির এজিএম আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২১ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে ।

কে এন্ড কিউ: কোম্পানিটির এজিএম আগামী ১৯ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

লিবরা ইনফিউশন: কোম্পানিটির এজিএম আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২১ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৩০ শতাংশ (স্বাধারণ বিনিয়োগকারীদের) ক্যাশ এবং ৫০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দেবে।

মালেক স্পিনিং: কোম্পানিটির এজিএম আগামী ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেবে না।

মেট্রো স্পিনিং: কোম্পানিটির এজিএম আগামী ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১1টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেবে না।

এম.এল ডাইং: কোম্পানিটির এজিএম আগামী ২১ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

মীর আক্তার: কোম্পানিটির এজিএম আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১২ দশমিক ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

এমজেএল বিডি: কোম্পানিটির এজিএম আগামী ২০ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

ন্যাশনাল ব্যাংক: কোম্পানিটির এজিএম আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেবে না।

ন্যাশনাল টি: কোম্পানিটির এজিএম আগামী ১৮ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেবে না।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির এজিএম আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

অলিম্পিক এক্সেসরিজ: কোম্পানিটির এজিএম আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেবে না।

আর. এন. স্পিনিং: কোম্পানিটির এজিএম আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেবে না।

স্কয়ার টেক্সটাইল: কোম্পানিটির এজিএম আগামী ১৪ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

রহিম টেক্সটাইল: কোম্পানিটির এজিএম আগামী ১৮ ডিসেম্বর সকাল ৩টা ৪৫ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেবে না।

একমি ল্যাবরেটরিজ: কোম্পানিটির এজিএম আগামী ১৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৩৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

পেনিনসুলা চিটাগং: কোম্পানিটির এজিএম আগামী ১৮ ডিসেম্বর সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেবে না।

রানার অটোমোবাইলস: কোম্পানিটির এজিএম আগামী ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেবে না।

রংপুর ডেইরী: কোম্পানিটির এজিএম আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

শমরিতা হসপিটাল: কোম্পানিটির এজিএম আগামী ১৯ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দেবে।

শাশা ডেনিম: কোম্পানিটির এজিএম আগামী ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

সোনালী পেপার: কোম্পানিটির এজিএম আগামী ২০ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

স্টাইলক্রাফট: কোম্পানিটির এজিএম আগামী ২০ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন: কোম্পানিটির এজিএম আগামী ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।

উসমানিয়া গ্লাস: কোম্পানিটির এজিএম আগামী ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ৩০ জুন,২০২৩ তারিখের সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেবে না।

সূত্রঃ শেয়ারনিউজ

BSEC-Chairman

মিউচুয়াল ফান্ড যত শক্তিশালী হবে, শেয়ারবাজার তত এগোবে

মিউচুয়াল ফান্ড যত শক্তিশালী হবে, শেয়ারবাজার তত এগোবে

নিজস্ব প্রতিবেদক : ‘মিউচুয়াল ফান্ড আমাদের শেয়ারবাজারের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। মিউচুয়াল ফান্ড খাতকে যত শক্তিশালী করা যাবে, দেশের শেয়ারবাজার ততটাই শক্তিশালী হবে। মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসি সব রকমের চেষ্টা করে যাচ্ছে, আপনারাও আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখুন’-মিউচুয়াল ফান্ড সংশ্লিষ্টদের স্বাগত জানিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) বিএসইসির জাতীয় শুদ্ধাচার কৌশল সংক্রান্ত কর্মপরিকল্পনার অংশ হিসেবে ‘Regulatory oversieght and governance of Mutual funds in Bangladesh’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিএসইসি’র নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ রেজাউল করিম। এছাড়াও বিএসইসি’র কমিশনার ড. মিজানুর রহমান কর্মশালায় মূল বক্তব্য প্রদান করেন।

কর্মশালায় মূল বক্তব্যে বিএসইসি’র কমিশনার ড. মিজানুর রহমান দেশের শেয়ারবাজারে বিদ্যমান মিউচ্যুয়াল ফান্ডসমূহ এবং এই খাতের সাথে সংশ্লিষ্ট নীতি সংক্রান্ত ইস্যুগুলো এবং এই খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো ও সমাধান নিয়ে আলোচনা করেন। দেশে মিউচ্যুয়াল ফান্ড খাতের সম্প্রসারণের জন্য আগামীতে সক্ষমতা বৃদ্ধি এবং বিধিবিধান ও নীতি সংশ্লিষ্ট পুনর্গঠনে কমিশন কাজ করছে বলে জানান তিনি। এছাড়াও এই খাতে রেগুলেটরি অ্যাকশনগুলোর ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সমন্বিত উদ্যোগে কাজ করবে বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন তিনি।

স্বাগত বক্তব্যে বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশের মিউচ্যুয়াল ফান্ড ইন্ড্রাস্ট্রির উন্নয়নের জন্য এই খাতে সুশাসন নিশ্চিতে সকল অংশীজনদের একসাথে কাজ করার উপর জোর দেন। বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতি, পুঁজিবাজার এবং বিনিয়োগের ক্ষেত্রে মিউচ্যুয়াল ফান্ড গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেন তিনি। মিউচ্যুয়াল ফান্ড খাতে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে পারলে এবং এ খাতে বিনিয়োগে আগ্রহী করতে পারলে, এই খাতকে বহুগুণে বৃদ্ধি করা সম্ভব বলে জানান তিনি। দেশের অর্থনীতিতে পুঁজিবাজারকে দৃঢ় ও শক্তিশালী অবস্থানে দেখতে চাইলে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন এবং এ ক্ষেত্রে মিউচ্যুয়াল ফান্ড বড় ভূমিকা রাখতে সক্ষম বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের মিউচুয়াল ফান্ড খাতের অংশীজনদের নিয়ে আয়োজিত কর্মশালায় দেশের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ফান্ড ম্যানেজার, ট্রাস্টি ও কাস্টডিয়ান কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডসের (এএএমসিএমএফ) প্রেসিডেন্ট ড. হাসান ইমাম, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফায়েকুজ্জামান, এএএমসিএমএফ এর সহসভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, এএএমসিএমএফ এর সেক্রেটারি জেনারেল অরুনাংশু দত্তসহ মিউচুয়াল ফান্ড খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য ও মতামত উপস্থাপন করেন।

সূত্রঃ শেয়ারনিউজ

ipo-india

IPO subscription of Sikder Insurance begins on 21 Dec

The company will issue 1.6 crore shares at a face value of Tk10 each

The initial public offering (IPO) subscription of Sikder Insurance Company Limited, a concern of the Sikder Group, will begin on 21 December and continue till 28 December. 

To apply for the company’s IPO shares, Bangladeshi resident general investors will need to have a minimum Tk50,000 investment in matured listed securities, and non-resident Bangladeshis (NRBs) Tk1 lakh as on 13 December.

In September this year, the Bangladesh Securities and Exchange Commission (BSEC) allowed the company to raise Tk16 crore from the stock market through an IPO to expand its business.

The company will issue 1.6 crore shares at a face value of Tk10 each.

It will invest the IPO fund in the capital market, fixed deposits, and purchasing floor space and to meet IPO expenses.

Sonar Bangla Capital Management Limited is working as the issue manager of the company for its IPO process.

The current paid-up capital of the company is Tk24 crore and the authorised capital is Tk50 crore.

According to the audited financial report for the year ending on 31 December 2022, the earnings per share (EPS) of the company stood at Tk1.22 while its net asset value per share was Tk28.73, excluding revaluation.

End of December 2022, the net premium of the company stood at Tk20.24 crore, which was Tk11.87 crore in 2021.

During the year, its net profit after tax was at Tk2.92 crore, which was Tk2.86 crore a year ago. Its retained earnings stood at Tk8.45 crore.

The company’s total assets stood at Tk181.29 crore and the total reserve and surplus was Tk44.96 crore at the end of December 2022.

It also paid claims of Tk27 lakh in 2022, which was Tk15 lakh in the same period of the previous year.

The company started operations in July 2013. It underwrites major insurance businesses such as fire accidental damage on property, marine cargo, marine hull, liability insurance, aviation, motor, engineering, and miscellaneous.

 

Source: The Business Standard

Richard

Richard Rozario to become an uncontested director at Dhaka bourse

Richard D’ Rozario, the managing director of Global Securities Ltd, is poised to become a shareholder director on the board of the Dhaka Stock Exchange (DSE), as no other nominations have been submitted.

He is slated to replace Md Siddiqur Rahman, the chairman of Sterling Stocks and Securities Limited and the current director of DSE.

Rozario will secure his position on the board uncontested, as primary shareholders have expressed their preference for him, dissuading others from contesting.

The formalisation of Rozario’s directorship is expected to occur during the upcoming annual general meeting (AGM) of the DSE, scheduled for 21 December.

As per the demutualisation scheme of DSE, four directors are to be elected from among the owners of primary shareholder brokerage firms.

For the election of a director, DSE has formed a three-member selection committee.

Retired High Court Judge Md Abdus Samad was chosen as the chairman to conduct the election, with Dewan Azizur Rahman and Mohammad A Hafiz representing DSE shareholders as committee members.

The election date was declared as 8 November, and the time frame for submission and withdrawal of nomination forms was set between 21-26 November.

Rozario, being the sole candidate to collect and submit the nomination form within the stipulated time frame, emerged as the uncontested nominee for the directorial position.

Given the absence of other contenders, no further votes will be accepted for the candidacy of Richard D’ Rozario.

 

Source: The Business Standard

Z-categoryy

এপ্রিল-২০২৪ থেকে ফের কার্যকর হচ্ছে ‘জেড’ ক্যাটাগরির নির্দেশনা

এপ্রিলে থেকে ফের কার্যকর হচ্ছে ‘জেড’ ক্যাটাগরির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি যদি ডিভিডেন্ড দিতে না পারে তাহলে ‘জেড’ ক্যাটাগরিতে চলে যায়।

কিন্তু করোনা মহামারির সময়ে বিনিয়োগকারীদের স্বার্থে এই নির্দেশনাটি স্থগিত করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সেই সময়ে ‘জেড’ ক্যাটাগরির বিষয়ে বিএসইসি নতুন নির্দেশনা করে একটি নির্দেশনা জারি করে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, পরপর ২ বছর যদি কোনো কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করতে না পারে, তারপর ওই কোম্পানি ‘জেড’ ক্যাটাগরিতে যাবে না। ওই কোম্পানির শেয়ার আগের ক্যাটাগরিতেই লেনদেন হবে।

করোনা মহামারির সময়ে জারিকৃত ওই নির্দেশনা শেষ হচ্ছে আগামী এপ্রিলে। যে কারণে আগামী এপ্রিল থেকে কোনো কোম্পানি ডিভিডেন্ড দিতে ব্যর্থ হলে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে।

এই বিষয়ে বিএসইসির এক কর্মকর্তা শেয়ারনিউজকে বলেন, করোনা মহামারির মন্দায় বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সেজন্য আগের নির্দেশনাটি স্থগিত করে নতুন নির্দেশনাটি জারি কর হয়েছিল। যা এখনও বলবত আছে।

তিনি জানান, ২০২৪ সালের এপ্রিল থেকে ওই নির্দেশনার কার্যকারিতা শেষ হয়ে যাবে। ফলে এপ্রিল থেকে আগের নির্দেশনাটি কার্যকর হবে।

তবে বিএসইসি যদি এপ্রিলের আগে এই বিষয়ে অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে সেই মোতবেক ‘জেড’ ক্যাটাগরির শেয়ারের অবস্থান নির্ধারিত হবে।

সূত্রঃ শেয়ারনিউজ

Takaa

শেয়ারবাজারে টানা তিন কর্মদিবস ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন

শেয়ারবাজারে টানা তিন কর্মদিবস ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে সূচকের পতনের মধ্যেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা তিন কর্মদিবস ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হচ্ছে। বুধবারও (০৮ নভেম্বর) ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২.৮৮ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৩.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

কিন্তু সূচকের পতনের মধ্যেও গত টানা তিন কর্মদিবস ডিএসইতে ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হচ্ছে। বুধবার লেনদেন হয়েছে ৫১৬ কোটি ২ লাখ টাকা।

আগের দুই কর্মদিবস মঙ্গলবার ও সোমবার লেনদেন হয়েছিল ৫৪৫ কোটি ৭৫ লাখ ও ৫৯৫ কোটি ৭৬ লাখ টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মন্দাবাজারে ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন একটি ইতিবাচক দিক। যা বাজার ঘুরে দাঁড়ানোর শুভ ইঙ্গিত।

সূত্রঃ শেয়ারনিউজ

IMG_20231010_215501

মুন্নু এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা

মুন্নু এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত মুন্নু এগ্রো অ্যান্ড মেশিনারীজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ স্টক এবং ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৫৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১৭৪ টাকা ৩৯ পয়সা।

আগামী ২৯ নভেম্বর ২০২৩ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৭ নভেম্বর।

সূত্রঃ শেয়ারনিউজ