p7_info-for-singer_0

Singer Bangladesh’s new plant gears up for June launch

TBS Illustration

TBS Illustration

Singer Bangladesh Ltd is set to launch the commercial operation of its new manufacturing plant by June this year, a move aimed at bolstering its foothold in the local market, as outlined in the company’s annual report for 2023.

“Our new plant is in line with the new priorities of Bangladesh as the country enhances self-reliance in meeting its needs,” said MHM Fairoz, managing director and CEO of Singer Bangladesh, in the annual report.

The emphasis on domestic manufacturing is evident, given the governments thrust on ease of doing business and focus on “Made in Bangladesh” products, he said.

The chief executive office further said it is also the first investment in the country by Arcelik – the flagship company of the Turkey-based Koç Group. Arcelik acquired Singer Bangladesh in 2019.

“I look forward to updating you on our new plant as we come closer to commencing operations,” he added.

The multinational electronics and home appliance firm has commenced construction of the new plant adhering to the gold standards of LEED – a globally recognised green building certification – investing $78 million, or around Tk800 crore, at the Bangladesh Special Economic Zone in Narayanganj’s Araihazar in 2022.

Set up on the 1.35 lakh square metre industrial plot, the initial capacity of the factory would be 15 lakh units of refrigerators, televisions, washing machines, air conditioners and other major appliances annually, which will strengthen Singer’s position in the market, according to the company’s annual report.

The new factory will also create jobs for around 4,000 people.

Singer, which began with sewing machines and eventually turned into the largest household name for home appliances and televisions in the country, lost momentum in the race in the 2010s, while the great localisation wave made Walton the largest player in the refrigerator and television market.

According to a UCB Asset Management report, Singer is competing with Walton as the second largest brand, with a 12% market share in refrigerators and 11% in television sets, against Walton’s gigantic 72% and 27% market shares in the two categories, respectively.

With a 13% market share, Singer is lagging only behind General and Gree in air conditioners, and with an 18% market share, it is trying to catch up with Samsung in the washing machine market.

Defying industry-wide challenges and de-growth trends, Singer Bangladesh has reported a remarkable 615% growth in profits for 2023.

After releasing the audited results, the company declared a 35% cash dividend for shareholders in 2023.

It had paid a 10% cash dividend in 2022.

The audited results revealed a noteworthy surge in profit after tax, soaring from Tk7 crore in 2022 to Tk52 crore in 2023. Earnings per share rose from Tk0.73 to Tk5.24 in 2023.

But the financial challenges dragged down its revenue to Tk1,705 crore last year, compared to the previous year.

Singer Bangladesh shares closed at Tk147.30 on Thursday at the Dhaka Stock Exchange.

Transport

যানবাহনের বিমা বাধ্যতামূলক করতে আইনের খসড়া অনুমোদন

যানবাহনের বিমা বাধ্যতামূলক করতে আইনের খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : যানবাহনের বীমা বাধ্যতামূলক করার লক্ষ্যে ‘সড়ক পরিবহন (সংশোধন) আইন, ২০২৪’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে জানান, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ধারা ১০৯ অনুযায়ী তৃতীয়পক্ষের ঝুঁকি বীমা বাধ্যতামূলক ছিল এবং এর অধীনে ১৫৫ ধারায় দণ্ডের বিধানও ছিল। তবে সড়ক পরিবহন আইন ২০১৮-তে তৃতীয়পক্ষের বীমা তুলে দেওয়া হয়।

তিনি জানান, একই সঙ্গে যানবাহনের বীমা ছেড়ে দেওয়া হয় মালিকের ইচ্ছার ওপর। অর্থাৎ একজন ইচ্ছা করলে তার যানবাহনের বীমা করতে পারেন, আবার না করলেও কোনো সমস্যা নেই।

এর আগে ২০২০ সালের অক্টোবরে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর পর ওই বছরের ডিসেম্বরে তৃতীয়পক্ষের ঝুঁকি বীমা তুলে দেয় বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এর পর থেকেই মূলত মালিকরা পরিবহনের বীমা করা প্রায় বন্ধ করে দেন। বর্তমানে যেসব পরিবহন চলাচল করছে তার সিংহভাগেরই কোনো বীমা নেই। বিশেষ করে বীমা ছাড়াই চলাচল করছে মোটরসাইকেল।

তৃতীয়পক্ষের ঝুঁকি বীমা তুলে দেওয়ার পর যানবাহনের বীমা বাধ্যতামূলক করার দাবি জানান বীমা ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা। তবে কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্সে বাধ্যতামূলক করার সুযোগ না থাকায় বিকল্প পথ খুঁজতে থাকেন বীমা সংশ্লিষ্টরা। এ নিয়ে বীমা মালিকদের অংশগ্রহণে একাধিক আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়।

সেখানে তৃতীয়পক্ষের ঝুঁকি বীমার আদলে নতুন একটি বীমা প্রোডাক্ট চালুর বিষয়ে আলোচনা হয়। তবে এখনও সেই বীমা প্রোডাক্ট চূড়ান্ত হয়নি। এর মধ্যেই ‘সড়ক পরিবহন (সংশোধন) আইন, ২০২৪’ এর খসড়া নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, মোটরযান মালিককে বীমা করতে হবে বলে একটি ধারা যোগ করা হয়েছে। এই ধারা অনুযায়ী মোটরযান মালিককে যথা নিয়মে বীমা করতে হবে। বীমা না করলে ৩ হাজার টাকা জরিমানা করা হবে।

১৯৮৩ এর ধারা ১০৯ অনুযায়ী তৃতীয়পক্ষের ঝুঁকি বীমা বাধ্যতামূলক ছিল। কিন্তু সড়ক পরিবহন আইন ২০১৮-তে তৃতীয়পক্ষের বিমা তুলে দেওয়া হয় এবং যানবাহনের বিমার বিষয়টি মালিকের ইচ্ছার ওপর ছেড়ে দেয়া হয়। এখন তাহলে মালিকরা যানবাহনের কোনো ধরনের বীমা করবে, সাংবাদিকদের এমন প্রশ্নে কোনো উত্তর দেননি মন্ত্রিপরিষদ সচিব।

২০১৮ সালে সড়ক পরিবহন আইন করা হয় জানিয়ে মাহবুব হোসেন বলেন, ‘সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নেতৃত্বে সড়ক নিরাপত্তা কাউন্সিল এই আইন সংশোধনের সিদ্ধান্ত নেয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়। তাদের সুপারিশের ভিত্তিতে আইন সংশোধন করা হচ্ছে।’

ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত সংক্রান্ত অপরাধ করলে এতদিন ২ বছর জেল ও ৫ লাখ টাকা জরিমানার বিধান ছিল, সেটিকে কমিয়ে ২ বছর জেল ও ৩ লাখ টাকা করা হচ্ছে। লাইসেন্স বাতিলের পরেও যানবাহন চালালে বর্তমান আইনে ৩ মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। এখন তা কমিয়ে ৩ মাস জেল ও ১৫ হাজার টাকা জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, ‘লাইসেন্স ছাড়া কন্ডাক্টরের দায়িত্ব পালন করলে এক মাস কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানার সাজা বহাল রাখা হয়েছে। এই ধারায় এখন কন্ডাক্টরের সঙ্গে সুপারভাইজর শব্দটি যোগ করা হয়েছে। ভাড়ার তালিকা না দেখালে বা বেশি ভাড়া নিলে এতদিন এক মাস জেল বা ১০ হাজার টাকা জরিমানা করা হতো। দুটো অপরাধ একসঙ্গে করলে এতদিন এই শাস্তি দেওয়া হতো। এখন ভাড়ার তালিকা প্রদর্শন না করলে বা বেশি ভাড়া দাবি করলে এই সাজা দেওয়া হবে।’

মিটার টেম্পারিং করলে ৬ মাসের জেল, ৫০ হাজার টাকা জরিমানা হতো। এখন এই অপরাধের জন্য তিন মাসের কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা করা হবে, সঙ্গে এক পয়েন্ট কাটা যাবে- জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, ‘সরকার নির্ধারিত হারের থেকে টার্মিনাল চার্জ বেশি নিলে তা চাঁদাবাজি হিসেবে আমলে নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান আইন অনুযায়ী ট্রাফিক সাইন ও সংকেত না মানলে ১০ হাজার টাকা জরিমানা করা হতো। এখন জরিমানার পরিমাণ কমিয়ে ২ হাজার টাকা করা হচ্ছে।’

মন্ত্রিপরিষদ সচিবআরও বলেন, ‘অতিরিক্ত ওজন বহন করলে ৩ বছর জেল ও ৩ লাখ টাকা জরিমানা করা হতো। এখন সেটিকে বদলে এক বছর জেল, এক লাখ টাকা জরিমানার বিধান করা হচ্ছে। এর সঙ্গে চালকের এক পয়েন্ট কাটা যাবে। পরিবেশ দূষণকারী মোটরযান চালালে এতদিন ৩ মাস জেল ও ২৫ হাজার টাকা জরিমানা করা হতো। এটিকে কমিয়ে এক মাস জেল ও ১০ হাজার টাকা জরিমানা করার প্রস্তাব করা হয়েছে।’

তিনি জানান, যত্রতত্র যাত্রী ওঠানামা করালে বর্তমান আইনে ৫ হাজার টাকা জরিমানার সঙ্গে চালকের এক পয়েন্ট কাটা হতো। এটিকে বদলে শুধু এক হাজার টাকা জরিমানার বিধান করা হচ্ছে। কী অবস্থায়, কীভাবে গাড়ি চালাতে হবে সেই নির্দেশনা অমান্য করলে এতদিন ৩ মাস জেল ও ১০ হাজার টাকা জরিমানার বিধান ছিল। সেটিকে বদলে এক মাস জেল ও ১০ হাজার টাকা জরিমানার বিধান করা হচ্ছে।

সূত্রঃ শেয়ারনিউজ

ebl_logo

Eastern Bank declares 25% dividend for 2023

12.5% will be cash dividend and 12.5% stock

Eastern Bank Limited has declared a 25% dividend for its shareholders for the year 2023 which ended on 31 December.

The dividend distribution will be 12.5% cash and 12.5% stock. The bank paid the same dividend to its shareholders in 2022.

According to its disclosure published on the Dhaka Stock Exchange (DSE), the consolidated earnings per share (EPS) stood at Tk5.07, which was Tk4.24 (restated) in 2022.

In 2023, the consolidated net asset value (NAV) per share stood at Tk33.57, up from Tk29.62 (restated).

During the year, its profit after tax stood at Tk612.07 crore, which was Tk512.06 crore in 2022.

Its consolidated net cash flow per share stood at Tk7.91 end of December 2023, which was Tk10.30 end of December 2022.

The private sector lender has fixed its annual general meeting on 29 April 2024. Its record date is also fixed on 2 April this year.

The bank said a stock dividend had been recommended to strengthen the capital base of the Company to support projected business growth and improve certain regulatory ratios.

It also recommended out of accumulated profit, not from capital reserve, revaluation reserve, or any unrealized gain.

On Monday, the share price of the bank increased by 0.32% to Tk31.60 on the Dhaka stock exchange.

The bank commenced operations on 16 August 1992 and at present it has 83 branches, 23 sub-branches, and 63 agent banking outlets across Bangladesh.

Eastern Bank was listed on the Dhaka Stock Exchanges in 1993. As of 29 February 2024, sponsors and directors jointly held 30.67% of shares, institutions 47.05%, foreign 0.08%, and general investors 22.20% of the company.

 

Source: The Business Standard

dse_website_error

Why did DSE show wrong indices for whole day?

BSEC ordered DSE’s Chief Technology Officer Md Ziaul Karim on compulsory leave due to technical problems

The Dhaka Stock Exchange (DSE) experienced major disruptions yesterday due to a technical glitch, which sent indices into disarray, leaving investors in the dark about the market trend and heavily impacting turnover.

The daily turnover at the country’s premier bourse plummeted by 32%.

Errors stemmed from inaccurate data input from the index management department of the DSE into the trading system while adjusting the share price of Aamra Network following the issuance of rights shares, according to exchange officials.

ATM Tariquzzaman, managing director at the DSE, told The Business Standard that while there have been several technical glitches in the exchange before, this is the first instance of a glitch occurring during the adjustment of a company’s share price.

“Due to incorrect data input from the index department in the software, problems have arisen in the index calculation system. Our IT department is currently in contact with the software provider Nasdaq to resolve this issue,” he added.

The DSE website showed at 10:10am that the benchmark index had dropped by 6,123 points or 99.99% from the previous day.

It also showed that within the first 10 minutes of the exchange’s opening, shares of 226 companies had already been traded, with 159 stocks witnessing an increase.

It’s noteworthy that DSE manually inputs information into the trading system.

 

“We often overlook precautions when trading proceeds smoothly, but whenever issues arise, we scramble.” Professor Mohammad Kaykobad, Computer science department at Buet 

 

As soon as the DSE learned about the technical issue, it reset all indices to zero. Additionally, on its website, the exchange issued a notice stating its inability to display index changes due to technical errors and requesting investors not to panic.

The benchmark index showed a negative 5,971 points, or 97.68%, down at the end of the trading session.

Although the index showed unusual data throughout the trading hours, the DSE website showed that after evening, DSEX declined by 37.52 points to settle at 6075, the DS30 index fell by 10.47 points to 2083, and the DSE Shariah index fell by 10.93 points to settle at 1322.

ATM Tariquzzaman said at 7:30pm, “It has not been possible to fix it completely yet. Efforts are on to solve it in collaboration with Nasdaq. The problems will be resolved after the exchange gets ready for transactions on Monday.”

Professor Mohammad Kaykobad, from the computer science department at the Bangladesh University of Engineering and Technology, said, “We often overlook precautions when trading proceeds smoothly, but whenever issues arise, we scramble.”

“In such instances, we should maintain constant vigilance for potential glitches. A simple technical malfunction can lead to significant financial losses for investors,” Kaykobad, also a former director of the DSE, told TBS.

According to the DSE, the technical glitches are not the first. Owing to the glitches, in October 2022, the DSE halted trading for more than three hours.

BSEC ordered DSE’s Chief Technology Officer Md Ziaul Karim on compulsory leave due to technical problems.

The post of CTO has been vacant since then. General Manager Md Tariqul Islam is performing the duty of acting CTO. Not only had those glitches, but on a bullish session on July 18 July 2021, user overload triggered a standstill of the DSE trading engine that resulted in a 111-minute halt.

On 19 March 2020, the bourse had to start trading at 2pm for half an hour as it was struggling to adjust the bottom circuit breaker that suddenly changed due to the unforeseen imposition of the floor price for individual scrips in the evening.

Meanwhile, trading at the Chittagong Stock Exchange remained normal.

Steps taken 

DSE has constituted a three-member inquiry committee to look into the cause of the technical glitch, which has been asked to submit a report within the next three days.

Sattique Ahmed Shah, chief finance officer of the DSE, has been made convener of the inquiry committee.

Besides, the Bangladesh Securities and Exchange Commission (BSEC) has also set up a two-member inspection team. The committee members spoke to the departments concerned and officials of DSE on Sunday.

The committee has been asked to submit its report within the next three days.

DSE suspends Aamra Networks trades

The DSE suspended the trading of shares of Aamra Networks on Sunday.

Also, the exchange cancelled all of Sunday’s executed trades for the company.

The trade suspension was for the greater interest of the capital market and to ensure proper representation of DSE indices, says the DSE on its website.

The Dhaka bourse said the trading of Aamra Networks will resume on Monday after taking corrective measures.

It also said indices were showing some unusual figures while taking corporate action for the rights entitlement of Aamra Networks in the system due to an operational error.

 

Source: The Business Standard

Eastern-Bank

বিকালে আসছে ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড

বিকালে আসছে ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক পিএলসির বোর্ড সভা আজ রোববার (১০ মার্চ) বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত ২০২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩ টাকা ২০ পয়সা।

২০২২ অর্থবছরের জন্য কোম্পানিটি ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ৪৭ পয়সা।

সূত্রঃ শেয়ারনিউজ

Insurance1

বীমা খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর ৫ নির্দেশনা

বীমা খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর ৫ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বীমা খাতের উন্নয়নে ৫টি নির্দেশনা দিয়েছেন। মন্ত্রিসভাসহ বিভিন্ন বৈঠকে তিনি এসব নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর ওই ৫ নির্দেশনার বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন তৈরি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। গত ০৩ মার্চ প্রতিবেদনটি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা। অগ্রগতি প্রতিবেদনে স্বাক্ষর করেছেন কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) এস এম মাসুদুল হক।

প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- নির্বাচনী ইশতেহার ২০২৪ এ বর্ণিত প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নে সকলকে আন্তরিকতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ; স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট জনগণ নিশ্চিতকরণ; দুর্নীতি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা; শূন্য পদসমূহে দ্রুত জনবল নিয়োগের ব্যবস্থা গ্রহণ এবং নারী উন্নয়ন ও ক্ষমতায়নে সাফল্যের ধারা অব্যাহত রাখা।

প্রধানমন্ত্রীর নির্দেশনার জবাবে আইডিআরএ বলেছে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম স্তম্ভ অর্থনীতির অংশ হিসেবে স্মার্ট ইন্স্যুরেন্স নিশ্চিতকরণের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

বীমা দাবি সময়মত পরিশোধসহ বীমা সংক্রান্ত দুর্নীতি প্রতিরোধে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বীমা খাতে দুর্নীতি প্রতিরোধে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ‘জিরো টলারেন্স’ নীতি পালন করে আসছে।

এ ছাড়াও শূণ্য পদে জনবল নিয়োগের কার্যক্রম চলমান আছে। নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বীমা কোম্পানিতে নারী এজেন্ট এবং নারী কর্মকর্তা নিয়োগ বৃদ্ধি করা হয়েছে।

সবশেষে আইডিআরএ বলছে, প্রধানমন্ত্রীর দেয়া বীমা খাত সম্পর্কিত নির্দেশনাগুলো বাস্তবায়নের বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আন্তরিকতার সাথে কাজ করছে।

সূত্রঃ শেয়ারনিউজ

dividend

Heidelberg Cement declares 25% cash dividend

Heidelberg Cement Bangladesh declared a 25% cash dividend to its shareholders for the year of 2023.

The dividend declaration was announced at a board meeting held on Wednesday (6 March), according to the company source.

To secure the shareholders’ approval for the dividend and the annual audited report, it will conduct the annual general meeting on 8 May and the record date is 2 April.

During the last year, the multinational cement manufacturer posted earnings per share at Tk8.13 and the net asset value per share was Tk67.20.

Earlier, it had paid a 10% cash dividend for the year of 2022, despite it incurred a loss of Tk23 crore.

Its shares closed at Tk262.10 each at the Dhaka bourse on Wednesday, which was 2.75% lower from the previous session.

 

Source: The Business Standard

dse-md_0

Compliance key to capital market good governance: DSE boss

Compliance with laws and regulations is essential for establishing good governance in the capital market, Dhaka Stock Exchange (DSE) Managing Director ATM Tariquzzaman has said.

“There are many laws and regulations governing the capital market. If these laws and regulations are not properly followed, good governance in the stock market will not be ensured,” he said.

The Dhaka bourse MD made the remarks at a two-day workshop on “Securities Related Laws” and “Effective Compliance of Securities Related Laws” for company representatives, authorised representatives and compliance officers, held at the Multipurpose Hall of the institution in the capital’s Nikunja yesterday.

The workshop was organised with a view to ensuring proper implementation of “Vision 2041” by enhancing the institutional capacity, strengthening transparency and accountability, integrating good governance, and ensuring the proper use of resources of the DSE.

Tariquzzaman said it is very important to establish good governance and compliance with rules and regulations in every field — from brokers and dealers to track holders. “The Bangladesh Securities and Exchange Commission (BSEC) formulates laws and regulations as a regulatory body. The stock exchange and intermediary institutions have to follow these laws and regulations.”

The image of the capital market depends on the skills of track holders and authorised representatives, he said. “As general investors come to them first, they are the gatekeepers of the capital market. They act as a bridge or coordinator between investors and the stock exchange.”

Tariquzzaman said that it is the responsibility of all to comply with the monitoring and enforcement provisions of the law. If properly implemented, it will increase confidence and investor participation in the capital market, he said.

In response to various questions from track holders, the Dhaka bourse MD said that opinions have been sent to the BSEC on a number of rules and regulations, and there are also a number of proposals that will be sent to the commission for consideration with the stakeholders. “We will do whatever is necessary to develop the capital market. We will all work together to develop the capital market.”

DSE Chief Regulator Officer Khairul Bashar Abu Taher Mohammed presented the keynote paper at the workshop conducted by General Manager and Company Secretary Mohammad Asadur Rahman.

 

Source: The Business Standard

19025099_1520303608040372_3156884006898354182_o

Aziz Mohammad Bhai to buy Tk40cr Olympic Industries shares

Aziz Mohammad Bhai, chairman of Olympic Industries, has expressed his interest in acquiring 27 lakh shares as part of a strategy to augment his ownership stake in the company.

According to a stock exchange filing on Monday, he will buy the shares, constituting 1.35% of the company’s total stake, from the secondary market within the next 30 working days.

The estimated cost of this acquisition will be around Tk40 crore at the Dhaka Stock Exchange (DSE) at the prevailing market price.

Currently, Aziz Mohammad Bhai holds a substantial stake of 15.53% in the country’s leading automatic biscuit manufacturer.

Its shares closed 1.25% higher at Tk146.10 each at the Dhaka bourse on Monday.

Company Secretary Mintu Kumar Das told The Business Standard that the chairman’s decision to purchase the shares is his personal matter and is aimed at enhancing his stake in the company.

However, discussions with officials at various levels within the company reveal that there is a plan to reduce the free-float shares in the public market by purchasing shares from the secondary market. The ongoing share purchases are part of this strategic initiative.

At present, sponsors and directors collectively hold a 44.66% stake in the company, leaving 55.34% of the shares as free-float on the stock exchange. Earlier, on 23 July last year, Olympic Industries appointed Aziz Mohammad Bhai as its chairman. The company also appointed his sister Nurjehan Hudda as the managing director on 19 October. Both have been serving as directors for the company for a long time.

The two key leadership positions at Olympic Industries fell vacant due to the unfortunate demise of the company’s chairman Mohammad Bhai in 2018 and the managing director Mubarak Ali in 2023.

In June last year, the company appointed Asar Aziz M Bhai, son of Aziz Mohammad Bhai, as a director nominated by Ambee Limited, which holds a 2% stake in Olympic Industries.

Additionally, Ahad Mohammad Bhai, son of Aziz’s late brother Raja Mohammad Bhai, was appointed as a shareholder director.

Meanwhile, Olympic Industries achieved record revenue in fiscal 2022–23, despite the contraction in public expenditure caused by rampant inflation.

According to its financial statement, earnings grew 20% year-over-year to Tk2,578 crore, the highest in the company’s history, thanks to its diversified portfolio.

Over the past three years, Olympic Industries has invested around Tk155 crore to diversify its product portfolio and expand its business.

However, in the July-December period of fiscal 2023-24, its revenue fell by 6% to Tk1,285 crore. By the end of the first half of this fiscal year, Olympic Industries recorded a net profit of Tk115 crore, marking a 10% increase compared to the same period in the previous year.

The company had paid a 60% cash dividend to its shareholders for fiscal 2022-23, which was 45% a year ago.

 

Source: The Business Standard

BIA

বীমা পরিবারের সংসদ সদস্যদের সংবর্ধনা দেবে বিআইএ

বীমা পরিবারের সংসদ সদস্যদের সংবর্ধনা দেবে বিআইএ

নিজস্ব প্রতিবেদক : বীমা প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বীমা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়ার উদ্যোগ নিয়েছে ।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা বলরুমে আগামী বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টায় এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসনে স্বাক্ষরিত এই সংক্রন্ত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।

এই নির্বাচনে বীমা খাত থেকে ২৭ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১ জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ৪ জন মন্ত্রী, ২ জন প্রতিমন্ত্রী এবং বাকী ২০ জন সংসদ সদস্য বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্রঃ শেয়ারনিউজ