Shapla_Chottor_(17013833678)

রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংকে খেলাপি ঋণও কমেনি, কারও শাস্তিও হয়নি

মতিঝিল শাপলা চত্বর
মতিঝিল শাপলা চত্বরফাইল ছবি

খেলাপি ঋণ ১০ শতাংশের নিচে নামিয়ে আনতে গত বছরের শেষ প্রান্তিকে রাষ্ট্রমালিকানাধীন ৪ ব্যাংককে লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে ওই সভায় জানিয়ে দেওয়া হয়, লক্ষ্যের নিচে খেলাপি ঋণ কমিয়ে না আনলে তাদের জরিমানা গুনতে হবে। লক্ষ্য অর্জন করলে তারা পাবে পুরস্কার। বছর শেষ হলেও কোনো ব্যাংক সেই লক্ষ্য পূরণ করতে পারেনি। ফলে খেলাপি ঋণও কমেনি। এ জন্য ব্যাংক চারটিকে জরিমানাও করেনি বাংলাদেশ ব্যাংক। উপরন্তু নিজেদের নেওয়া সিদ্ধান্তই যেন ভুলতে বসেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

ব্যাংক চারটি হলো সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী। এর মধ্যে গত বছর রূপালী ছাড়া সব ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে। রূপালী ব্যাংকের খেলাপি ঋণ কমেছে ৩৫ কোটি টাকা। শতাংশের হিসাবে ১৭ থেকে কমে হয়েছে ১৫ শতাংশ।

এ নিয়ে জানতে যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হককে পাওয়া যায়নি। তবে এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গভর্নরের মৌখিক নির্দেশে জরিমানার বিষয়টি এসেছিল। আইএমএফের ঋণের প্রথম কিস্তি ছাড় হওয়ায় বিষয়টি আর এগোয়নি। পরের সভাতেও গভর্নর উপস্থিত থাকলেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি। সার্বিকভাবে ব্যাংকগুলোকে তাদের পরিস্থিতির উন্নতি করতে বলা হয়েছে।

জানা যায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাওয়া রাষ্ট্রীয় খাতের ব্যাংকগুলোর খেলাপি ঋণ ১০ শতাংশের নিচে নামিয়ে আনা। এর অংশ হিসেবে চার ব্যাংকের সঙ্গে সভা করে খেলাপি ঋণ কমিয়ে আনার লক্ষ্য বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

সূত্রঃ প্রথম আলো

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *