চাঙ্গা প্রবণতায় ‘এ’ ক্যাটাগরির ছয় শেয়ার

চাঙ্গা প্রবণতায় ‘এ’ ক্যাটাগরির ছয় শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহের শেষদিন দেশের শেয়ারবাজারে রেকর্ড উত্থান দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ১২৪ পয়েন্ট। উত্থানের বাজারে ‘এ’ ক্যাটাগরির ছয় প্রতিষ্ঠানে বড় চাঙ্গাভাব দেখা গেছে। ডিএসই সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- আফতাব অটোমোবাইলস, জেমিনি সী ফুড, সাইফ পাওয়ার, হাইডেলবার্গ সিমেন্টনাভানা সিএনজি ও এডিএন টেলিকম লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দাম বেড়েছে আফতাব অটোমোবাইলসের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২১.৩৬ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের দাম বেড়েছে ৫৩ শতাংশ, সাইফ পাওয়ারের ১৬.০৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ১৫.৭৫ শতাংশ, নাভানা সিএনজির ১৫.৪৫ শতাংশ এবং এডিএন টেলিকমের ১৫.৪৩ শতাংশ।

 

সূত্রঃ শেয়ার নিউজ

Shopping Basket