একদিনে বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে ১৮ হাজার কোটি টাকা

একদিনে বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে ১৮ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন পর শেয়ারবাজারের বিনিয়োগকারীরা আজ মঙ্গলবার বড় উত্থান দেখেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ১৯৭ পয়েন্টের বেশি এবং বাজার মূলধন বেড়েছে ১৭ হাজার ৯০৪ কোটি টাকার বেশি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আগের কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ছিল ৫ হাজার ২২৯ পয়েন্ট। আজ মঙ্গলবার লেনদেনেশেষে ডিএসইর সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৬ পয়েন্টে। একদিনে সূচক বেড়েছে ১৯৭ পয়েন্ট।

এতে দেখা যায়, আগের কর্মদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৪৫ হাজার ৪৪৪ হাজার কোটি টাকা। আজ দাঁড়িয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৩৪৮ কোটি টাকা। একদিনে বাজার মূলধন বেড়েছে ১৭ হাজার ৯০৪ কোটি টাকা।

মামুন/

সূত্রঃ শেয়ার নিউজ

Shopping Basket