নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী শেয়ারবাজার থেকে ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
আজ মঙ্গলবার (০৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এই উদ্যোক্তা ওই শেয়ার কেনার ঘোষণা দেন।
এর আগে গত রোববার কোম্পানিটির অন্য দুই উদ্যোক্তা পরিচালক ১০ লাখ করে মোট ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন।
সব মিলিয়ে গত তিন দিনে স্কয়ার ফার্মার তিন উদ্যোক্তা মিলে ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন। বর্তমান বাজারমূল্যে এই শেয়ারের দাম প্রায় ৬৩ কোটি টাকা।
এদিকে স্কয়ার ফার্মার শেয়ারে তিন উদ্যোক্তা বড় অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিলেও বাজারে কোম্পানিটির শেয়ারের দামে তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না। আজও স্কয়ার ফার্মার শেয়ারের দাম ছিল ২০৯ টাকা ৮০ পয়সা—এটি কোম্পানিটির ফ্লোর প্রাইস।
সূত্রঃ শেয়ারনিউজ