নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে সূচকের পতনের মধ্যেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা তিন কর্মদিবস ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হচ্ছে। বুধবারও (০৮ নভেম্বর) ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২.৮৮ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৩.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
কিন্তু সূচকের পতনের মধ্যেও গত টানা তিন কর্মদিবস ডিএসইতে ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হচ্ছে। বুধবার লেনদেন হয়েছে ৫১৬ কোটি ২ লাখ টাকা।
আগের দুই কর্মদিবস মঙ্গলবার ও সোমবার লেনদেন হয়েছিল ৫৪৫ কোটি ৭৫ লাখ ও ৫৯৫ কোটি ৭৬ লাখ টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, মন্দাবাজারে ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন একটি ইতিবাচক দিক। যা বাজার ঘুরে দাঁড়ানোর শুভ ইঙ্গিত।
সূত্রঃ শেয়ারনিউজ