মন্ত্রী হচ্ছেন শেয়ারবাজারের চার পরিচিত মুখ

মন্ত্রী হচ্ছেন শেয়ারবাজারের চার পরিচিত মুখ

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় স্থান পেয়েছেন শেয়ারবাজারের পরিচিত ও নেতৃস্থানীয় চার মুখ। তাঁরা হচ্ছেন- ফরিদপুর-১ আসন থেকে নির্বাচিত মো: আব্দুর রহমান, ঢাকা-৯ আসন থেকে সাবের হোসেন চৌধুরী, টাঙ্গাইল-৬ থেকে নির্বাচিত আহসানুল ইসলাম টিটু এবং কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত নাজমুল হাসান পাপন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার তাঁদের নাম ঘোষণা করেন।

তাঁদের মধ্যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা আজ বৃহস্পতিবার শপথ গ্রহণের পর জানা যাবে।

মো: আব্দুর রহমান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান এআরসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক।

সাবের হোসেন চৌধুরী ইচআর সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক।

আহসানুল ইসলাম টিটু ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান। তিনি ডিএসই ও সিএসই’র সদস্য প্রতিষ্ঠান মোনা ফাইন্যান্সিয়াল লিমিটেডের চেয়ারম্যান।

নাজমুল হাসান পাপন শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্লুচিপ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক।

 

সূত্রঃ শেয়ারনিউজ২৪.কম 

Shopping Basket