নিজস্ব প্রতিবেদক : বীমা প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বীমা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়ার উদ্যোগ নিয়েছে ।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা বলরুমে আগামী বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টায় এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসনে স্বাক্ষরিত এই সংক্রন্ত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।
এই নির্বাচনে বীমা খাত থেকে ২৭ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১ জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ৪ জন মন্ত্রী, ২ জন প্রতিমন্ত্রী এবং বাকী ২০ জন সংসদ সদস্য বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্রঃ শেয়ারনিউজ