Eastern-Lubricant

বিকালে ইস্টার্ন লুব্রিক্যান্টসের বোর্ড সভা

বিকালে ইস্টার্ন লুব্রিক্যান্টসের বোর্ড সভা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেডের বোর্ড সভা আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি ২০২৩-২৪ অর্থবছরে ইস্টার্ন লুব্রিক্যান্টসের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা, আগের অর্থবছরের একই প্রান্তিকে যা ছিল ২৩ পয়সা (পুনর্মূল্যায়িত)।

৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯০ টাকা ৮০ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরে কোম্পানিটি ৬০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২১ টাকা ৭৮ পয়সা।

শেয়ারনিউজ

Comments are closed.