বিকালে আসছে তিন কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

বিকালে আসছে তিন কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠানের বোর্ড সভা ও ট্রাস্টি সভা আজ (২২ আগস্ট) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান ৩টি হলোঃ বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, ইউনিয়ন ইন্সুরেন্স ও রিলায়েন্স-ওয়ান মিউচ্যুয়াল ফান্ড।

প্রতিষ্ঠান ৩টির মধ্যে রিলায়েন্স-ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা বিকাল ৩টায় এবং এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডটি ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

অন্যদিকে, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো বোর্ড সভা সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে এবং ইউনিয়ন ইন্সুরেন্সের বোর্ড সভা বেলা ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি দুটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করা হবে।

মামুন/

সূত্রঃ শেয়ারনিউজ

Shopping Basket