নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫৬ কোম্পানির বোর্ড সভা আজ সোমবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলো চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর’২৩ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। লঙ্কাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিকস, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, ইমাম বাটন, জুট স্পিনার্স, বিএফএস থ্রেড, বিডি থাই ফুড, ফরচুন সুজ, গোল্ডেন হার্ভেস্ট, একমি ল্যাব, আমান কটন, কোহিনুর কেমিক্যাল, ক্রাউন সিমেন্ট, জাহিন স্পিনিং, কেডিএস অ্যাক্সেসরিজ, সাপোর্ট, দেশবন্ধু, সিনোবাংলা, বিডি সার্ভিস, কাশেম ইন্ডাষ্ট্রিজ, মবিল যমুনা, এসইএমএলআইবিবিএল ফান্ড, সাভার রিফেক্টরিজ, বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, লাভেলো আইসক্রীম, সিমটেক্স, এডিএন টেলিকম, শাহাজীবাজার পাওয়ার, মেট্রো স্পিনিং, ম্যাকসন্স স্পিনিং, জেনেক্স ইনফোসিস, পাওয়ার গ্রীড, রহিমা ফুড, সিলভা ফার্মা, আরএকে সিরামিক, আইসিবি, এসকে ট্রিমস, সোনারগাঁও টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, মতিন স্পিনিং, গোল্ডেন হেভি কেমিক্যালস, রহিম টেক্সটাইল, মালেক স্পিনিং, ইন্ট্রাকো রিফুয়েলিং, সিঙ্গার বিডি, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, শেফার্ড ইন্ডাষ্ট্রিজ, গ্রামীন স্কীম-২, আইসিবি-২ এনআরবি, পিএফআই-১, আইএফআইএল ফাস্ট, প্রাইম ব্যাংক ফাস্ট, আইসিবি এমপ্লয়িজ মিউচ্যুয়াল ফান্ড।
Source: শেয়ারনিউজ